আল-কুরআনের আলোকে আল্লাহর প্রতি ঈমান (১ম)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সম্মানিত ভাই ও বোনেরা আমি আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে কিছু আলোচনা করব। আমার এই ছোট্ট জ্ঞান দ্বারা আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সকলেই জানি যে ঈমান অর্থ হলো বিশ্বাস আর পরিপূর্ণ ঈমানের হাকিকত হল তিনটি, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা,কাজে পরিণত করা, ঈমান হচ্ছে অবিচল বা দৃঢ় বিশ্বাসের নাম,সুতারাং ঈমানের পরে বিন্দুমাত্র সন্দেহ থাকলে মুমিন হওয়া যাবে না। বিশ্বাস যদি দৃঢ়-ই না হয় তবে তা ঈমান কিভাবে হয়। ঈমানে কোন অজ্ঞতা; অনুমান; কল্পনা; সন্দেহ বা কুসংস্কারের অবকাশ নেই, ‘যেমন আল্লাহ কুরআনে বলেছেন,
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ ثُمَّ لَمۡ یَرۡتَابُوۡا وَ جٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَ اَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ ہُمُ الصّٰدِقُوۡنَ
“তারাই তো মুমিন, যারা আল্লাহ্ ও তঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ” (৪৯:১৫)
ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡہِ ۚۛ ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ
“এটা সে কিতাব; যাতে কোন সন্দেহ নেই মুত্তাকীদের জন্য হেদায়েত” (২:২)
اَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ
“সত্য আপনার রব-এর কাছ থেকে পাঠানো। কাজেই আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না” (২:১৪৭)